আমাদের আরো ...

বুধবার, ৫ নভেম্বর, ২০১৪

HTML এ List এর ব্যবহার (পর্ব ১৪)

HTML এ List ব্যবহার


উদাহারনঃ
Unordered HTML List
  • The first item
  • The second item
  • The third item
  • The fourth item
Ordered HTML List
  1. The first item
  2. The second item
  3. The third item
  4. The fourth item
HTML Description List
1.       The first item

2.       Description of item

3.       The second item

4.       Description of item


বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪

HTML এ Table দেওয়া (পর্ব ১৩)

HTML এ Table এর ব্যাবহার

একটি Table এর নমুনা


ক্রম নং
প্রথম নাম
পদবি
নম্ব্র
1
আসিফ
খান
৯৪
2
ফাহাদ 
রহমান
৮০
3
ইউশা
আহ্মেদ
৬৭
4
জিম
পাটেল
৫০






মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০১৪

HTML এ Image দেওয়া (পর্ব ১২)

HTML এ Image Syntax যুক্ত করা

HTML এ Image যুক্ত করা হয় <img> ট্যাগ টি দিয়ে।
<img> Tag টি একটি শূণ্য ট্যাগ। এতে শুধু attribute থাকে। এবং এই ট্যাগ এর কোনো closing tag লাগে না।

src attribute টি image file টির লোকেশন নির্দেশ করে। 

উদাহারনঃ
<img src="url">

alt নামক আরেকটি attribute আছে যা image এর একটি লেখা ধারন করে। যদি image প্রদর্শন সম্ভব না হয় তখন image এর স্থানে সেই লেখা দেখানো হয়।

উদাহারনঃ

<img src="html5.gif" alt="The official HTML5 Icon">

alt attribute টি প্রয়োজনীয়। 

Image এর মাপ এবং স্টাইল

উচ্চতা এবং দৈর্ঘ 

style নামক attribute ব্যবহার করে দৈর্ঘ ও উচ্চতা নির্দেশ করা যায়।

সোমবার, ২৫ আগস্ট, ২০১৪

HTML এ Head element (পর্ব ১১)

<HEAD> ELEMENT

<head> element টি html এর সকল head element এর ধারক । <head> element টির মধ্যে অনেক element থাকে যেমন scripts, browser এর প্রতি নির্দেশনা, cascaded style sheet (CSS), meta information , এবং আরও অনেক কিছু । 

Head Section এ যে সকল tags থাকতে পারে তা হলঃ <title> <style> <meta> <link> <script> <nonscript> এবং <base> .

<TITLE> ELEMENT

<title> tag টি document এর Title নির্দেশ করে।

শনিবার, ১৯ জুলাই, ২০১৪

HTML এ Link দেওয়া (পর্ব ১০)

প্রায় সব ওয়েব পেজ এই লিঙ্ক পাওয়া যায় । লিঙ্কসমুহ একটা পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় বা অন্য content এ যাওয়ার ব্যবস্থা করে । লিঙ্ক এ ক্লিক করে একজন ব্যবহারকারি তার কাঙ্ক্ষিত পেজ বা content পেয়ে যায় ।

HTML এ Hyperlinks (LINKS)

HTML এ <a> tag টি দিয়ে hyperlink নির্দেশ করা হয় ।

একটি Hyperlink (বা Link) হচ্ছে একটি শব্দ, শব্দগুচ্ছ, বা ছবি যাকে ক্লিক করে অন্য একটি document এ যাওয়া যায় ।
আপনি যখন cursor সরিয়ে কোনো লিঙ্ক এর উপর রাখবেন তখন সেটি একটি ছোট হাত এ পরিবর্তিত হয়ে যাবে । বিস্তারিত পোস্ট »

মঙ্গলবার, ৮ জুলাই, ২০১৪

HTML এ Comments (পর্ব ৯)

HTML এ Comments Tag


আপনি HTML এর source code এ comment ব্যবহার করতে পারেন এই ভাবে,

<!-- Write your comments here -->

Noteনোটঃ মনে রাখবেন, আশ্চর্য চিহ্ন (!) শুধু opening tag এই আছে । Ending tag এ নাই ।

Comments কখনোই ব্রাউজার এ দেখানো হয় না । কিন্তু এর মাধ্যমে HTML এর documentation করা যায় ।
যেমনঃ বিস্তারিত পোস্ট »

রবিবার, ৬ জুলাই, ২০১৪

HTML এ লেখা/TEXT FORMATTING (পর্ব ৮)

HTML এ লেখা/text Formatting

HTML text formatting এর উদাহরণঃ 

This text is bold

This text is italic

This is computer output

This is subscript and superscript

নিজে চেষ্টা করুন »      ...বিস্তারিত পোস্ট »