আমাদের আরো ...

মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০১৪

HTML এ Image দেওয়া (পর্ব ১২)

HTML এ Image Syntax যুক্ত করা

HTML এ Image যুক্ত করা হয় <img> ট্যাগ টি দিয়ে।
<img> Tag টি একটি শূণ্য ট্যাগ। এতে শুধু attribute থাকে। এবং এই ট্যাগ এর কোনো closing tag লাগে না।

src attribute টি image file টির লোকেশন নির্দেশ করে। 

উদাহারনঃ
<img src="url">

alt নামক আরেকটি attribute আছে যা image এর একটি লেখা ধারন করে। যদি image প্রদর্শন সম্ভব না হয় তখন image এর স্থানে সেই লেখা দেখানো হয়।

উদাহারনঃ

<img src="html5.gif" alt="The official HTML5 Icon">

alt attribute টি প্রয়োজনীয়। 

Image এর মাপ এবং স্টাইল

উচ্চতা এবং দৈর্ঘ 

style নামক attribute ব্যবহার করে দৈর্ঘ ও উচ্চতা নির্দেশ করা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন