Paragraphs দিয়ে HTML Document পৃথক করা হয় ।
উপরের উদাহরণ প্রায় সব ব্রাউজার এই কাজ করবে কিন্তু এটার উপর ভরসা করবেন না। End Tag দিতে ভুলে গেলে অপ্রত্যাশিত ফলাফল বা unexpected error হতে পারে ।
<br> tag এর কোনো end tag নেই । এটি একটি empty element.
HTML Paragraphs (এইচটিএমএল প্যারাগ্রাফ)
Paragraph কে <p> tag দ্বারা বোঝান হয় ।
নোটঃ ব্রাউজার automatically প্রত্যেক paragraph এর আগে ও পরে ফাকা লাইন রাখে ।
End Tag দিতে ভুলবেন না
বেশির ভাগ ব্রাউজার প্যারাগ্রাফ এর End Tag দিলে বা না দিলে একই রকম ফলাফল দেখাতে পারে ।
যেমনঃ
উপরের উদাহরণ প্রায় সব ব্রাউজার এই কাজ করবে কিন্তু এটার উপর ভরসা করবেন না। End Tag দিতে ভুলে গেলে অপ্রত্যাশিত ফলাফল বা unexpected error হতে পারে ।
নোটঃ HTML এর পরবর্তি ভার্সন গুলো end tag না দেওয়া কে সমর্থন করে না ।
HTML এর line break বা নতুন লাইন
নতুন প্যারাগ্রাফ এ না গিয়ে শুধু নতুন লাইন এ যেতে <br> Tag টি ব্যবহার করা হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন