আমাদের আরো ...

পর্ব ৩ >> শুরু হোক HTML :D

কোথায় লিখবো HTML?

HTML লেখার জন্যে Notepad ( Windows) বা TextEdit (Mac) ব্যবহার করা যায় । আমারা এই দুটি সফটওয়্যার ব্যবহার করেই HTML এর কোড লিখবো কেননা এটি অপেরাটিং সিস্টেম এ বিল্ট ইন দেওয়া থাকে এবং আমরা সবসময় শেখার জন্যে Notepad কে প্রাধান্য দেই কারন এটা সহজ এবং পূর্ন শিক্ষায় সর্বাধিক সহযোগী ।

এগুলো ছাড়াও প্রোফেসনাল ওয়েব ডেভেলপার রা আরও কিছু সফটওয়্যার ব্যবহার করেন ।
যেমনঃ 
  • Adobe Dreamweaver
  • Microsoft Expression Web
  • CoffeeCup HTML Editor

নিচের চারটি স্টেপ এর মাধ্যমে আপনি Notepad ব্যবহার করে আপনার প্রথম ওয়েব পেজ তৈরি করতে পারবেন । :)

স্টেপ ১ : Notepad খোলা 

Notepad খুলতে এতে যান,
Start
    All Programs
        Accessories
            Notepad

অথবা

Right click on mouse
    New
        Text Document
            Open with Notepad or any text editor



স্টেপ ২ : Notepad এ HTML কোড লিখুন

আপনার HTML কোড Notepad এ লিখুন। 



স্টেপ ৩ : সেভ করুন

 Notepad এর File মেনু থেকে  Save as... নির্বাচন করুন।

আপনি যখন একটি HTML file সেভ করছেন তখন ফাইল এর Extension হিসেবে .htm বা .html ব্যাবহার করতে পারেন। এই দুটির মধ্যে কন পার্থক্য নেই । আপনার ইচ্ছেমত যেকোনো একটি ব্যবহার করতে পারেন ।

সহজে খুজে পাবেন এরকম একটি স্থানে ফাইল টি সেভ করুন যেকোনো নাম দিয়ে। যেমনঃ afk.html

স্টেপ ৪ : ব্রাউজার এ রান করুন


 আপনার ব্রাউজার চালু করুন এবং HTML File টি File>> open>> afk.html নির্বাচন করুন । অথবা ফাইল টি তে ডাবল ক্লিক করে চালু করুন ।

চালু করার পর আপনার ব্রাউজার এ এরকম ফলাফল দেখাবে ।

ওয়েব পেজ

এখন আপনিও পারেন ওয়েব পেজ তৈরি করতে । কি খুশি তো?
জলদি করে আপনার নিজের একখানা ওয়েব পেজ তৈরি করে ফেলুন । আর পাঠিয়ে দিন আমাদের ।
ভাল হলে কিন্তু উপহার আছে আপনার জন্যে । :)

কি? ভাবছেন, কিছুই তো বুঝলাম না। কোড এর কেমনে কি?
তাহলে অপেক্ষা করুন । আস্তে আস্তে সব বুঝে যাবেন।
ধিরে ধিরে শেখানো হবে প্রত্যেকটি ডিটেইল ।

ভাল থাকুন সেই অব্দি । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন