HTML এ শিরোনাম (Headings)
HTML এ শিরোনাম বোঝাতে <h1> থেকে <h6> পর্যন্ত বিভিন্ন আকারের এরকম Tags ব্যবহৃত হয়।
যেমনঃ
<h1>Header 1</h1>
<h2>Header 2</h2>
<h3>Header 3</h3>
<h4>Header 4</h4>
<h5>Header 5</h5>
<h6>Header 6</h6>
HTML এ প্যারাগ্রাফ
HTML এ প্যারাগ্রাফ দিতে <p> tag টি ব্যবহৃত হয় ।
যেমনঃ
<p>This is a paragraph</p>
<p>This is a paragraph</p>
<p>This is a paragraph</p>
HTML এ লিঙ্ক দেয়া (Linking)
HTML এ লিঙ্ক দিতে <a> tag টি ব্যবহার করা হয়।
যেমনঃ
<a href="http://htmlinbangla.blogspot.com">This is a link of our page</a>
link নির্দেশ করার জন্য href attribute টি ব্যবহার হয়েছে। এটি <a> tag এ > এর আগে অর্থাৎ < ও > এর ভেতরে লিখতে হয় ।
HTML এ ছবি দেয়া
HTMLএ ছবি জুড়ে দিতে <img> tag ব্যবহার করা হয়।
যেমনঃ
<img src="Kingshuk.jpg" width="104" height="142">
এখানে img হচ্ছে IMAGE আর src হচ্ছে SOURCE । ছবির নাম এবং তার লিঙ্ক এখানে দেয়া হয়। তার সাথে ছবিটি কি মাপে প্রদর্শিত হবে তাও বলে দেয়া যায়। ছবির মাপ Pixel ইউনিট এ দিতে হবে ।
ছবির নাম এবং সাইজ Attribute হিসেবে দেয়া হয়।
HTML Elements
Start Tag এবং End Tag এর মধ্যে যা কিছু থাকে তাকেই HTML element বলে ।
যেমনঃ
Start tag * | Element content | End tag * |
---|---|---|
<p> | This is a paragraph | </p> |
<a href="default.htm"> | This is a link | </a> |
<br> |
Start tag কে প্রায়শই Opening Tag এবং End Tag কে Closing Tag বলা হয়।
HTML Element Syntax
- HTML element শুরু হয় Start Tag / Opening Tag দিয়ে
- HTML element শেষ হয় End tag / Closing Tag দিয়ে
- Start Tag ও End tag এর মধ্যে যা কিছু থাকে তার সবই element content.
- কিছু HTML element এর empty content আছে
- Empty element শেষ হয় Start Tag এ
- বেশির ভাগ HTML Element এর Attribute থাকতে পারে
[বিঃদ্রঃ পরের টিউটোরিয়াল গুলোতে Attribute সম্পর্কে জানতে পারবেন ।]
HTML Document এর উদাহরন
<!DOCTYPE html>
<html>
<body>
<p>This is my first paragraph.</p>
</body>
</html>
<html>
<body>
<p>This is my first paragraph.</p>
</body>
</html>
HTML এর উদাহরনের ব্যাখ্যা
<p> element:
<p>This is my first paragraph.</p>
<p> element প্যারাগ্রাফ নির্দেশক ।
এই element শুরু হয় Starting Tag <p> দিয়ে আর শেষ হয় Ending Tag </p> দিয়ে ।
এখানে element content হচ্ছেঃ This is my first paragraph.
The <body> element:
<body>
<p>This is my first paragraph.</p>
</body>
<p>This is my first paragraph.</p>
</body>
<body> element টি HTML document এর প্রধান অংশ বোঝায় ।
এই element শুরু হয় Starting Tag <body> দিয়ে আর শেষ হয় Ending Tag </body> দিয়ে ।
এই element আরও কিছু HTML element ধারন করে । (<p> element )
The <html> element:
<html>
<body>
<p>This is my first paragraph.</p>
</body>
</html>
<body>
<p>This is my first paragraph.</p>
</body>
</html>
এই element শুরু হয় Starting Tag <html> দিয়ে আর শেষ হয় Ending Tag </html> দিয়ে ।
এই element আরও কিছু HTML element ধারন করে । (<body> element etc. )
গুরুত্বপূর্ণ কিছু কথা
End Tag দিতে ভুলে যাবেন না
অনেক সময় end tag না দিলেও ঠিক ভাবে ফলাফল প্রদর্শিত হতে পারে।
যেমনঃ
<p>This is a paragraph
<p>This is a paragraph
<p>This is a paragraph
কিন্তু বেশির ভাগ সময় End Tag ব্যবহার না করলে তা অপ্রত্যাশিত ত্রুটি (Unexpected Error) সহ প্রদর্শিত হয়।
Empty HTML Element
কোনো content ছাড়া HTML element কে empty element বলে ।
<br> একটি empty element যার কোনো closing tag নেই। ( <br> tag নতুন লাইন তৈরিতে ব্যবহার হয়)
টিপসঃ Lowercase Tag ব্যবহার করুন
HTML tag সমূহ case sensitive না । তাই <P> এবং <p> একই ।
কিন্তু আমরা সব সময় Lowercase Tag ব্যবহার করব কেননা এটা World Wide Web Consortium (W3C) দ্বারা সুপারিশ করা হয়েছে।
___________________________________________________________________________
পরের পোস্ট এ আমারা HTML Attribute সম্পর্কে শিখবো ।
ততোদিন ভাল থাকুন। আমাদের সাথেই থাকুন।
পরের পোস্ট এ আমারা HTML Attribute সম্পর্কে শিখবো ।
ততোদিন ভাল থাকুন। আমাদের সাথেই থাকুন।
<<<<<<<পরের পোস্ট ১২ জুন ২০১৪ এর ভেতর দেয়া হতে পারে>>>>>>>>
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন