HTML Heading
Headings কে <h1> থেকে <h6> Tag গুলো নির্দেশ করে ।
<h1> দ্বারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ heading টি বোঝায় । <h6> দ্বারা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ heading টি বোঝায় ।
উদাহরনঃ
<h1>This is a heading</h1>
<h2>This is a heading</h2>
<h3>This is a heading</h3>
<h2>This is a heading</h2>
<h3>This is a heading</h3>
নোটঃ ব্রাউজার Automatically প্রত্যেক heading এর আগে ও পরে কিছু ফাকা জায়গা রাখে ।
Heading কিন্তু গুরুত্বপূর্ণ
HTML এ শুধু Heading এর জন্য Heading tag ব্যবহার করবেন । কখনো লেখা বড় করতে বা Bold করতে ব্যবহার করবেন না ।
সার্চ ইঞ্জিন আপনার Heading কে ব্যবহার করে আপনার ওয়েব পেজ এর Structure ও Content কে Index করে।
যেহেতু User আপনার heading দেখে পেজ ও content সম্পর্কে ধারনা পায় সেহেতু সঠিক Heading খুবই গুরুত্বপূর্ণ ।
HTML এ Line
<hr> tag দ্বারা পেজ এ Horizontal Line আকা হয় ।
hr element টি দুটি আলাদা content কে পৃথক রাখতে ব্যবহৃত হয় ।
উদাহরনঃ
<p>This is a paragraph.</p>
<hr>
<p>This is a paragraph.</p>
<hr>
<p>This is a paragraph.</p>
<hr>
<p>This is a paragraph.</p>
<hr>
<p>This is a paragraph.</p>
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন