আমাদের আরো ...

পর্ব ০২ >> HTML এর ইতিহাস (২)

ওয়েব ব্রাউজার

ওয়েব ব্রাউজার হচ্ছে এমন একটি সফটওয়্যার যা HTML ডকুমেন্ট পড়ে এবং তা সাধারনের জন্য উপযোগী করে প্রদর্শন করে ।
কিছু ওয়েব ব্রাউজার এর নমুনা হচ্ছে, গুগল ক্রম(Google Chrome), ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer), মজিলা ফায়ারফক্স(Mozilla Firefox) অ্যাপেল এর সাফারি (Safari from Apple) ইত্যাদি ।



ব্রাউজার HTML Tags কে সরাসরি প্রদর্শন করে না বরং ব্যাবহারকারির কাছে সঠিক ভাবে উপস্থাপনের জন্য Tags ব্যবহার করে।




চিত্রে, ব্রাউজার এ প্রদর্শিত HTML document

HTML পেজ এর গঠন

চিত্রে প্রদর্শিত ওয়েব পেজ এর HTML Code বা গঠন এমন,

<html>
<body>
<h1>My first header</h1>
<h2>My second header</h2>
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>
</body>
</html>


HTML এর ভার্সন

HTML এর প্রাক কাল থেকে এ পর্যন্ত অনেকগুলো ভার্সন বের হয়েছে।

ভার্সন

বছর 

HTML
১৯৯১
HTML+
১৯৯৩
HTML 2.0
১৯৯৫
HTML 3.2
১৯৯৭
HTML 4.01
১৯৯৯
XHTML
২০০০
HTML5
২০১২
সুতরাং HTML এর সর্বশেষ সংস্করণটি হচ্ছে এইচটিএমএল ৫ (HTML5) যা ২০১২ সালে বের হয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন