আমাদের আরো ...

পর্ব ১০ >> HTML এ Link দেওয়া

প্রায় সব ওয়েব পেজ এই লিঙ্ক পাওয়া যায় । লিঙ্কসমুহ একটা পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় বা অন্য content এ যাওয়ার ব্যবস্থা করে । লিঙ্ক এ ক্লিক করে একজন ব্যবহারকারি তার কাঙ্ক্ষিত পেজ বা content পেয়ে যায় ।

HTML এ Hyperlinks (LINKS)

HTML এ <a> tag টি দিয়ে hyperlink নির্দেশ করা হয় ।

একটি Hyperlink (বা Link) হচ্ছে একটি শব্দ, শব্দগুচ্ছ, বা ছবি যাকে ক্লিক করে অন্য একটি document এ যাওয়া যায় ।
আপনি যখন cursor সরিয়ে কোনো লিঙ্ক এর উপর রাখবেন তখন সেটি একটি ছোট হাত এ পরিবর্তিত হয়ে যাবে ।


<a> element টির সবচেয়ে গুরুত্বপূর্ণ attribute টি হচ্ছে href attribute যেটা লিঙ্ক এর গন্তব্য নির্দেশ করে ।

ব্রাউজার এ ডিফল্ট হিসেবে লিঙ্ক প্রদর্শন করে এভাবে,

  • একটি না দেখা লিঙ্ক এ Underline থাকে এবং নীল কালিতে লেখা থাকে
  • একটি দেখা লিঙ্ক এ Underline থাকে এবং  বেগুনি কালিতে লেখা থাকে
  • একটি active লিঙ্ক এ Underline থাকে এবং লাল কালিতে লেখা থাকে

HTML এর Link Syntax

HTML এ লিঙ্ক দেওয়ার code খুবই সাধারন । দেখতে অনেকটা এরকমঃ

<a href="url">Link text</a>

href attribute টি লিঙ্ক এর গন্তব্য নির্দেশক ।

উদাহরনঃ
<a href="http://htmlinbangla.blogspot.com/">বাংলায় শিখুন HTML</a>

এটা প্রদর্শিত হবে এভাবেঃ  বাংলায় শিখুন HTML

link শুধু text হিসেবেই থাকে না বরং এটা ছবি বা অন্য কোনো HTML element হিসেবে থাকতে পারে ।

HTML Links

একটি লিঙ্ক কাংখিত document খুলতে সাহায্য করে ।

যেমনঃ

<a href="http://www.w3schools.com/" target="_blank">Visit W3Schools!</a>

নিজে চেষ্টা করুন »

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন