প্রায় সব ওয়েব পেজ এই লিঙ্ক পাওয়া যায় । লিঙ্কসমুহ একটা পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় বা অন্য content এ যাওয়ার ব্যবস্থা করে । লিঙ্ক এ ক্লিক করে একজন ব্যবহারকারি তার কাঙ্ক্ষিত পেজ বা content পেয়ে যায় ।
HTML এ Hyperlinks (LINKS)
HTML এ <a> tag টি দিয়ে hyperlink নির্দেশ করা হয় ।
একটি Hyperlink (বা Link) হচ্ছে একটি শব্দ, শব্দগুচ্ছ, বা ছবি যাকে ক্লিক করে অন্য একটি document এ যাওয়া যায় ।
আপনি যখন cursor সরিয়ে কোনো লিঙ্ক এর উপর রাখবেন তখন সেটি একটি ছোট হাত এ পরিবর্তিত হয়ে যাবে । বিস্তারিত পোস্ট »
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন